বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪

মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও ইউনিসেফ

গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষারয় হাইজিন কীট বক্স বিতরন

দেশকাল ডেস্ক   শুক্রবার , ৩০ আগষ্ট ২০২৪

মৌলভীবাজার:মৌলভীবাজার জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও ইউনিসেফ কমিউনিকেশন এর  সহযোগিতায় কমলগঞ্জ উপজেলা পতনউষা ইউনিয়নে বন্যাকবলিত এলাকার রাধা গোবিন্দ সরকারি প্রাঃ বিদ্যালয় মাটে  ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়। গতকাল  বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা জনস্বাস্থ্য প্রকৌশলীঅধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ খালেদুজ্জামান এবং ইউনিসেফের কমিউনিকেশন এরকর্মকর্তা মিসেস  সুনাম  পেলডেন এর উপস্থিতিতে পতনউষা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তপরিবারের লোকজনের মধ্যে ৩৭ হাজার পানি বিশুদ্ধকরন অ্যাকুয়াটেবস ট্যাবলেট এবং ২৪০ পিছপানি সংগ্রহ পাত্র জ্যারিকেন সহ আর ৩৫ পিছ হাইজিন কীট বক্স বিতরন করা হয় ।

 

আর  ২০০ শত জন লোকজনকে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টএর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় ।


এবং এর পাশাপাশিইউনিসেফর কমিউনিকেশন এর সহযোগিতায় বন্যা কবলিত এলাকার গর্ভবতী মা শিশুদের স্বাস্থ্যও সুরক্ষায় ৮ পিছ  হাইজিন কীট বক্স বিতরন করাহয় এবং প্রয়োজনে আর বিতরন করা হবে। এ সময় আর উপস্থিতছিলেন কমলগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জনা মোঃ সুজন আহমেদ. পতনউষা ইউনিয়ন মেম্বার.বাংলাদেশ টু ডে কমলগঞ্জ প্রতিনিধি পিন্টু দেবনাথ. দৈনিক যুগান্তর পত্রিকার কমলগঞ্জউপজেলা প্রতিনিধি আব্দুল রাজ্জাক রাজা সহ আর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

 সারাবাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ