বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪

মোঃ শাহরিয়ার রিপন ,  চট্টগ্রাম

চট্টগ্রাম : মানব পরিবারের সকল সদস্যের সমান ও অবিচ্ছেদ্য অধিকারসমূহ এবং ন্যায়বিচারেরভিত্তি করে খাগড়াছড়িতে সম্মিলিত মানবাধিকার বিশ্ব সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিতহয়েছে।

 

জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর এই প্রতিপাদ্যকে সামনে রেখে  রবিবার বিকেলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড খাগড়াছড়ি জেলা শাখা আয়োজনে জেলাসদরের পশ্চিম নারান খাইয়া অফিস কার্যালয়ে মতবিনিময় সভা হয়।

 

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড খাগড়াছড়ি জেলা শাখার - সভাপতিঅংচিংনু মার্মা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র এডভোকেটমো: মহিউদ্দিন কবির।

এসময় সংগঠনের সহ- সভাপতি পাঞ ঞা জ্যোতি ভিক্ষুসহ অন্যান্য সদস্যরা উপস্থিতছিলেন।

 সারাবাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ