রূপপুর পারমাণবিকবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয়তাবাদীগণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ রিটটি দায়ের করেন। রিটে রূপপুরপারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
রিট আবেদনে বলাহয়, দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রপ্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন সাবেক প্রধানমন্ত্রীশেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকীসহ আওয়ামীলীগ সরকারের সংশ্লিষ্টরা। কিন্তু এ বিষয়ে দুদককে অনুসন্ধানের জন্য আবেদন জানালেও কোনোপদক্ষেপ নেয়নি সংস্থাটি।
রিট দায়ের পরতিনি বলেন, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক)আবেদন করেছিলাম। দুদক এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছি।