রাজধানীর নিউমার্কেটথানায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ডের পর মোহাম্মদপুরেট্রাকচালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রীহাসানুল হক ইনুর ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ মঙ্গলবার মামলারতদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সবুজ রহমান এ রিমান্ড আবেদনকরেন।
মামলাটিতে ইনুকেগ্রেপ্তার দেখানোসহ তিনি এই রিমান্ড আবেদন করেছেন। তবে ইনুকে এখনো আদালতে হাজির করাহয়নি।
ঢাকার মেট্রোপলিটনম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে আসামির উপস্থিতিতে এ আবেদনের শুনানি হবে।
গত ২৫ আগস্ট বিকেলেউত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। পরদিন রাজধানীরনিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেনআদালত।
বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনে সময় ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায়গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধে হয়ে মারা যান ট্রাকচালক সুজন। এ ঘটনায় তার ভাইরফিকুল ইসলাম হত্যা মামলা করেন।
গত ৫ জুলাই এরপর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা আরোপ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুকরেন সারাদেশের সর্বস্তরের শিক্ষার্থীরা। এই আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখহাসিনা গত ১৪ জুলাই আন্দোলরত শিক্ষার্থীদের 'রাজাকার' সম্বোধনকরলে শিক্ষার্থীরা বিক্ষুদ্ধহয়ে এর প্রতিবাদে দেশব্যাপী সর্বাত্মক শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন। গত ১৯ জুলাইবিকেলে নিউমার্কেট ১নং গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলিবর্ষণকরলে আব্দুল ওয়াদুদ (৪৫) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।