বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪

ডিবি হেফাজতে অসুস্থ হাজী সেলিম, ঢামেক হাসপাতালে ভর্তি

দেশকাল ডেস্ক   বুধবার , ০৪ সেপ্টেম্বর ২০২৪

ডিবি হেফাজতেথাকা আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাহয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ডিবি হেফাজতে থাকা হাজী মোহাম্মদ সেলিমকেসাদা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়।

 

ঢাকা মেডিকেলকলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিতকরেন।

 

বাচ্চু মিয়াবলেন, ‘রাত পৌনে ১২টার দিকে হাজী সেলিমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তিনিঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০৭ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

 

এর আগে আইডিয়ালকলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেআদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানির সময় কাঠগড়ায় অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

 

মামলাটির তদন্তকর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া হাজী সেলিমের ১০ দিনের রিমান্ডচেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালততার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 আইন-অপরাধ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ