বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪

দিলীপ কুমার আগরওয়ালা ৩ দিনের রিমান্ডে

দেশকাল ডেস্ক   বুধবার , ০৪ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহম্মেদ নামে এক কিশোর খুনের মামলায়ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার ৩ দিনের রিমান্ডমঞ্জুর করেছেন আদালত।

 

আজ বুধবার ঢাকারমেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

 

এরআগে মামলারতদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেক তার ৭ দিনের রিমান্ড চেয়েআবেদন করেন। শুনানিকালে আসামির পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদনকরেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ডেরআদেশ দেন।

 

গতকাল রাতে রাজধানীরগুলশান থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদেরবিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানশুরুর পরই সেখানে অভিযানে চালায় র‌্যাব।

 

রিমান্ডে নেওয়ামামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুর ২টারদিকে ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন হৃদয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীশেখ হাসিনাসহ ১৬১ জনের নামে মামলা করেন শাহাদাত হোসেন খান নামে এক ব্যক্তি।

 আইন-অপরাধ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ