রকি আহমেদ; নরিয়া:
শরীয়ডপুর জেলা নড়িয়া উপজেলা কেদারপুর ইউনিয়ন মুলফৎগঞ্জ ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স টি বহাল রাখার দাবিতে ৫সেপ্টেম্বর সকাল ১০টায় নড়িয়া উপজেলা সর্বস্তরের জনগণের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে স্থানীয়রা বলেন দীর্ঘদিনের এই স্বাস্থ্য কমপ্লেক্সটি দক্ষতার সাথে সেবা দিয়ে আসছেন। নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের একমাত্র সেবা কেন্দ্র এ স্বাস্থ্য কমপ্লেক্সে। নড়িয়া উপজেলার ১০ হাজার নদী ভাঙ্গা মানুষের একমাত্র স্বাস্থ্যসেবার ভরসা এ স্বাস্থ্য কমপ্লেক্স। এটি স্থানান্তর হলে অথবা বন্ধ হলে সেবা থেকে বঞ্চিত হবে কয়েক লক্ষ দরিদ্র সাধারণ মানুষ। তাই সিভিল সার্জন উপজেলা নির্বাহী অফিসার প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরী ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্ণাঙ্গভাবে সেবা প্রধানের নিশ্চয়তা দাবি করেন।
মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দরা বলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনপূর্ণ নির্মাণ প্যাথলজি স্বাস্থ্য সেবা প্রদানের নিশ্চয়তা জরুরী ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। এ প্রতিষ্ঠান এখান থেকে স্থানান্তর হতে দেয়া যাবে না।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পদ্মা নদীর তীরবর্তী সড়ক ও বাজারে বিক্ষোভ মিছিল করেন।