সোমবার , ০৪ নভেম্বর ২০২৪

লক্ষ্যের বাকি ‘৫০ ভাগ’ পূরণের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

দেশকাল ডেস্ক   রবিবার , ০৮ সেপ্টেম্বর ২০২৪

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজেরদ্বিতীয়টিতে আজ পরস্পরের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভুটান ও বাংলাদেশ। সিরিজের প্রথমম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছেন লাল-সবুজের জার্সিধারীরা। আজ দুই ম্যাচ সিরিজেরশেষটিও জয় দিয়ে রাঙাতে চান তারা। তবে এই ম্যাচে খেলতে পারছেন না গোড়ালিতে চোট পাওয়ারাকিব হোসেন। ফলে এই ফরোয়ার্ডকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামেবাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

 

এরই মধ্যে ভুটান সফরে নিজের অর্ধেক লক্ষ্যপূরণ হয়েছে বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দ্বিতীয় ম্যাচ সামনেরেখে তিনি বলেছেন, ‘ভুটান সফরে ইতোমধ্যে আমাদের লক্ষ্যের ৫০ ভাগ পূর্ণ হয়েছে। বাকি৫০ ভাগ পূরণ করেই আমরা ফিরতে চাই।’

 

প্রতিপক্ষ হিসেবে ভুটানকে সমীহ করেই মাঠেনামবেন বাংলাদেশের ফুটবলাররা। জামাল জানালেন, ‘প্রথম ম্যাচে ভুটান অনেক ভালো খেলেছে।যদিও চেনচোসহ আরও কজন নিয়মিত ফুটবলার তাদের এই দলে নেই। তার পরও লড়াইয়ে তারা অনেকচাপ তৈরি করেছে। শেষ ম্যাচে জেতার চেষ্টা করবে তারা। আমরা হাল ছাড়ব না। আমাদের জন্যদোয়া করবেন।’

 

দলের অন্যতম ফরোয়ার্ড রাকিবের ইনজুরিপ্রসঙ্গে দলের সহকারী কোচ ও সাবেক তারকা ফুটবলার হাসান আল মামুন বলেছেন, ‘প্রথম ম্যাচেরাকিব পায়ের গোড়ালিতে অনেক ব্যথা পেয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এক্সরেকরানো হয়েছে। চিকিৎসকের মতামত অনুযায়ী তাকে এই ম্যাচে খেলানো যাবে না। তবে লম্বাসময় তাকে বসেও থাকতে হবে না। দ্রুতই জাতীয় দলে ফিরবে সে।’

 

ভুটান দ্বিতীয় ম্যাচে চোখ রাঙাতে পারে।মামুন বলেন, ‘এই ভুটানকে আগে কখনো দেখিনি। প্রথম ম্যাচে তারা ৪-২-৩-১ পদ্ধতিতে খেলেছে।আগে কখনো তাদের এই পদ্ধতিতে খেলতে দেখিনি।’ মামুন আরও বলেন, ‘আগের ম্যাচের যা ভুল ছিল,তা চিহ্নিত করেছি। তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করেছি। সেখানেই খেলব আমরা।’

 

ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেজিততে পারলে ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। এই ম্যাচে জিতে র‌্যাংকিংয়েএগিয়ে যাওয়ার লক্ষ্য জামালদের। মামুন জানালেন, ‘আমরা এখানে এসেছি ফিফা র‌্যাংকিংয়েউন্নতির জন্য। আগে বড় বড় দলের সঙ্গে খেলেছি। এখন খেলছি সমসাময়িক বা ছোট দলের সঙ্গে।’

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ