আন্তর্জাতিক ক্রিকেটকেবিদায় জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের দলেডাক না পাওয়ায় অবসরের এই সিদ্ধান্ত জানিয়েছেন এই স্পিনার অলরাউন্ডার। ব্রিটিশ দৈনিকডেইলি মেইলে দেওয়া সাক্ষাৎকারে বিদায়ের খবর জানান তিনি নিজেই।
সাম্প্রতিক সময়ে খুব একটাভালো ফর্মে ছিলেন না মঈন। সবশেষ তিন বিশ্বকাপে দলের সহ-অধিনায়ক থাকলেও দলের হয়ে তেমনকোনো অবদান রাখতে পারেননি। সবশেষ ফিফটির দেখা পেয়েছেন ২০২৩ সালের জানুয়ারিতে। তাইফর্ম বিবেচনায় তাকে অস্ট্রেলিয়া সিরিজে ডাকা হয়নি।’
অবসর ঘোষণায় ডেইলি মেইলকেমঈন বলেন, ‘আমার বয়স ৩৭ বছর। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেকক্রিকেট খেলেছি। এখন পরের প্রজন্মের সময়, এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে। আমার অধ্যায়শেষ।’
ইংল্যান্ডের হয়ে ২৯৮টিটেস্ট ম্যাচ খেলেছেন ৩৭ বছরের মঈন। এর মধ্যে টেস্টে ৬৮ ম্যাচ খেলেছেন তিনি। এই সংস্করণে২০৪টি উইকেট আছে তার। ৫টি সেঞ্চুরিসহ রান ৩ হাজারের ওপরে। ওয়ানডেতে ১৩৮ ম্যাচ খেলামঈনের রান ২ হাজার ৩৫৫, উইকেটসংখ্যা ১১১টি। টি-টোয়েন্টিতে ১ হাজার ২২৯ রানের পাশাপাশিমঈনের শিকার ৫১ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটকেবিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন মঈন। তবে তার ইচ্ছা সেরা মানেরকোচ হওয়া। ইংল্যান্ডের বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাছে অনেক কিছু শিখেছেনবলেও স্বীকার করে নিয়েছেন তিনি।