প্রায় ড্র করতেযাওয়া পর্তুগালকে পূর্ণ পয়েন্ট এনে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই তারকা শেষ সময়েরগোলে দলকে নিয়ে গেলেন লিগ ওয়ানের ১ নম্বর গ্রুপের চূড়ায়। উয়েফা নেশন্স লিগের ম্যাচেস্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।
রবিবার ঘরের মাঠেপ্রথমার্ধে স্কট ম্যাকটোমিনের গোলে স্কটল্যান্ড এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্রুনোফের্নান্দেস সমতা ফেরানোর পর দলকে ৩ পয়েন্ট এনে দেন রোনালদো। টানা দুই ম্যাচে গোলকরেন পর্তুগিজ মহাতারকা।
এদিন ম্যাচেরশুরুতেই এগিয়ে যায় স্কটল্যান্ড! সপ্তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে কেনি ম্যাকলেইনচমৎকার ক্রস বাড়ান ডি বক্সে। ছুটে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ম্যাকটোমিনে।
বিরতির পর মাঠেনামেন পর্তুগালের অধিনায়ক ও আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা রোনালদো। তাতে আক্রমণেধার বাড়ে স্বাগতিকদের। পরে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫৪তম মিনিটেদলকে সমতায় ফেরান ফের্নান্দেস। লেয়াওয়ের কাছ থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে জালখুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার।
খেলার ৮৬তম মিনিটেরুবেন নেভেসের হেড থামিয়ে পর্তুগালের হতাশা বাড়ান স্কটল্যান্ড গোলরক্ষক। তবে দুইমিনিট পরেই তার প্রতিরোধ ভেঙে দলকে এগিয়ে নেন রোনালদো। মেন্দেসের ক্রসে ছুটে গিয়েপা বাড়িয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে এই প্রথম গোল করলেন রোনালদো।সব মিলিয়ে ৪৯ দলের বিপক্ষে জালে বল পাঠালেন তিনি।
আসরে টানা ২ জয়ে৬ পয়েন্ট গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। লুকা মদ্রিচের একমাত্র গোলে পোল্যান্ডকেহারিয়ে দুই নম্বরে উঠে এসেছে ক্রোয়েশিয়া। একটি করে জয়ে এই দুটি দলের পয়েন্ট ৩করে। টানা দুই হারে এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি স্কটল্যান্ড।