দুইইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে চেন্নাইয়ে বড় ব্যবধানে হেরেছেবাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানে হেরে যায় টাইগাররা।
বাংলাদেশেরদ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অধিনায় নাজমুল হোসেন শান্ত একাই লড়াই চালিয়ে গেছেন।১২৭ বলে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। তবে শান্ত সতীর্থ কারও সমর্থন না পাওয়ায়শেষপর্যন্ত ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
টাইগারদলনেতার ফলাফল নিয়ে কোনো ভাবনা ছিল না। তবে পরিকল্পনা ও চেষ্টা ছিল যত বেশি সময়সম্ভব ব্যাটিং চালিয়ে যাওয়া। এই ম্যাচের বোলিংকে প্রাপ্তি হিসেবে ঘোষণা দিয়েকানপুর টেস্টে ঘুরে দাঁড়ানোর আশাও ব্যক্ত করেন তিনি।
পুরস্কারবিতরণী পর্বে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'প্রথম ২-৩ ঘণ্টা তাসকিন, হাসানরা যেভাবে বলকরেছে, এটা প্রাপ্তি। তবে এরপর ভারত দুর্দান্ত ব্যাট করেছে। হাতে সিমিং অপশন রাখাছিল বড় ধরনের ইতিবাচক বিষয়।
আমরা নতুন বলে ভালোই করেছি, এটা ধরে রাখতে হবে।ব্যাটার হিসেবে সবসময়ই দলে অবদান রাখার চেষ্টা করি। নিজের ব্যাটিং উপভোগ করি। আজচেষ্টা ছিল যত বেশি সময় সম্ভব ব্যাট করা, ফলাফল নিয়ে ভাবিনি। কানপুর টেস্টগুরুত্বপূর্ণ। আশা করি ব্যাটাররা সেখানে ভালো করবে।'