বুধবার , ১২ ফেব্রুয়ারী ২০২৫


জহির সিকদার, আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলার মূল নায়ক আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান ওরফে আডা মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে আশুগঞ্জ থানার এসআই(নিরস্ত্র) মোঃ জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ আশুগঞ্জ কলা  বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিজানুর রহমান ওরফে আডা মিজানকে গ্রেফতার করে। মিজান চরচারতলা গ্রামের  চরচারতলা(মনা মুন্সি বাড়ি)
উল্লেখ্য যে, মোঃ মিজানুর রহমান ওরফে আডা মিজান তিন মামলার এজাহার নামীয় আসামী।


সে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ আশুগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সাবেক সাধারণ সম্পাদক এবং ভৈরব হাজী আসমত কলেজে ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এ.জি.এস।

তার বিরুদ্বে আশুগঞ্জ থানায় গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি):করা হয়েছে। গৃহিত ব্যবস্থার মধ্যে রয়েছেঃ ১। আশুগঞ্জ থানার এফআইআর নং-৩, তারিখ- ০৩ সেপ্টেম্বর, ২০২৪; ধারা- 143/323/325/326/307/436/427/114/34 The Penal Code, 1860; তৎসহ 3/4/6 The Explosive Substances Act, 1908; ২। আশুগঞ্জ থানার এফআইআর নং-৪, তারিখ- ০৩ সেপ্টেম্বর, ২০২৪; ধারা- 143/148/149/447/448/341/335/427/323/324/326/307/116/34 The Penal Code, 1860; তৎসহ 3/4/6 The Explosive Substances Act, 1908;
৩। আশুগঞ্জ থানার এফআইআর নং-১০, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; ধারা- 143/326/307/436/114 The Penal Code, 1860; তৎসহ 3 The Explosive Substances Act, 1908;

উল্লখ্য গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুগঞ্জ গোল চত্ত্বর এলাকায় শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর মূল নেতৃত্ব দেন মিজান।শিক্ষার্থীদের উপর হামলার সময়ের মিজানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝর উঠেছিল।

উল্লেখ্য যে, মোঃ মিজানুর রহমান ওরফে আডা মিজান আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ আশুগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সাবেক সাধারণ সম্পাদক এবং ভৈরব হাজী আসমত কলেজে ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এ.জি.এস। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসাইন জানান, আটক মিজানের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

 আইন-অপরাধ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ