সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে অপ্টোমেট্রিক সোসাইটির রেলি

দেশকাল ডেস্ক   শনিবার , ১২ অক্টোবর ২০২৪

গত বৃহস্পতিবার ১০ অক্টোবর পালিত হয়ে গেল বিশ্ব দৃষ্টি দিবস। দিবসটি বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির উদ্যোগে, ঢাকা সেন্ট্রাল চক্ষু হাসপাতাল-যাত্রাবাড়ী'র ব্যবস্থাপনায় এবং NVG 2.5 এর সহায়তায় ঢাকার যাত্রাবাড়ীতে সকালে এক রেলি বের করে। এবছরের প্রতিপাদ্য বিষয় ছিল "আপনার শিশুর চোখের যত্ন নিন' , এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের অভিজ্ঞ অপ্টোম‌রা ঢাকা সেন্ট্রাল চক্ষু হাসপাতাল যাত্রাবাড়ীতে ১ থেকে ১৬ বছর বয়সী বাচ্চাদের ফ্রি চক্ষু পরীক্ষা করে NVG 2,5এর সহায়তায় চশমা বিতরণ করেন। এই মহতী কার্যক্রমে অংশগ্রহণ করেন বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির প্রেসিডেন্ট অপ্টোম‌ দিদারুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বুলবুল আক্তার, কাজী কামাল উদ্দিন, সেক্রেটারি জেনারেল বরকত আলি, সহকারি সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুইয়া, বৈদেশিক বিষয়ক সম্পাদক রুপন কান্তি দত্ত, কোষাধক্ষ্য আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জমাদ্দার, কার্যকরী সদস্য অপ্টোম‌ মোহাম্মদ ‌কামাল উদ্দিন, মোহাম্মদ এনামুল হক , ফরিদ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।

 মুক্তবাক থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ