সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

বলিউড বাদশাহর জন্মদিন

শাহরুখ খান নামই যথেষ্ট

আনন্দলোক ডেস্ক   শনিবার , ০২ নভেম্বর ২০২৪

শাহরুখ খান। নামইযথেষ্ট। আলাদা উপাধি দিয়ে পরিচয় করানোর কিছুই নেই। ৫৮ বসন্ত পেরিয়ে আজ পা দেবেন৫৯-এ। কিন্তু পুরো পৃথিবী এখনো তার কাছ থেকে ভালোবাসা শেখে! গেল বছর ‘পাঠান, ‘জওয়ান ও ‘ডাঙ্কির মতো সিনেমা দিয়ে দারুণ এক ঝড় তুলেছিলেনবক্স অফিসে। এরপর পর্দায় দেখা যায়নি তাকে। যদিও বড় বড় অনুষ্ঠান আর আম্বানিদের বিয়েরআসরেও উপস্থিত ছিলেন শাহরুখ। আজ তাকে আবার দেখা যাবে। লাখো ভক্তের সামনে তিনি দুই হাতমেলে ভালোবাসা দেবেন, নেবেন। মান্নাত আজ হয়ে উঠবে শাহরুখ ভক্তদের জান্নাত।

 

বিশাল আয়োজন

 

ভক্ত-অনুরাগীদেরপাশাপাশি বড় পরিসরেই জন্মদিন করতে যাচ্ছেন শাহরুখ খান। আর সে উপলক্ষেই এবার বড় একপার্টির আয়োজন করছেন নিজের বাড়ি মান্নাতে। শোনা যাচ্ছে, শাহরুখ এত বড় এক পার্টিদিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা। ভারতীয়গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যারমধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল,অজয় দেবগনের মতো তারকারা। তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে বিদেশ থেকেও উড়ে আসতেপারেন বেশকিছু তারকা। এমনকি দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাটবার্থডে পার্টিতে। আরও জানা যাচ্ছে, শাহরুখের এই জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদেরনাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী, ইতোমধ্যেই নাকি ডিনারের মেন্যু ঠিক করে ফেলেছেনশাহরুখের স্ত্রী গৌরী খান। কেননা এই পার্টির সবকিছু প্ল্যানিং করছেন গৌরী নিজেই। শোনাযাচ্ছে, পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।

 

বিশেষ ইচ্ছা

 

সম্প্রতি শাহরুখখান কথা বলেছেন অবসর ভাবনা এবং মৃত্যুচিন্তা নিয়ে। শাহরুখ খান অকপটে জানিয়েছেন নিজেরবিশেষ ইচ্ছার কথা। তার আশা, অভিনয় করতে করতেই যেন তার মৃত্যু হয়। অর্থাৎ জীবনের শেষদিনপর্যন্ত লাইট, ক্যামেরা এবং অ্যাকশন শুনতে চান শাহরুখ। তিনি বলেন, ‘জীবনের শেষ সময়পর্যন্ত অভিনয় করে যেতে চাই। কোনো দৃশ্য শেষ হয়ে যাওয়ার পর পরিচালক যখন কাট বলবেন,অথচ আমার চোখ খুলবে না। সেটাই চাই আমি।

 

কমেডি ও হরর সিনেমা

 

বিভিন্ন ঘরানারসিনেমায় অভিনয় করতে চান তিনি। রোমান্স দিয়ে নিজের ছাপ রেখে যাওয়া অভিনেতা অ্যাকশনঘরানায় নিজেকে প্রমাণ করেছেন ‘পাঠান ও ‘জওয়ান-এর মতো ছবি দিয়ে। তবে ‘কিং খান জানান, এরপর তিনি কমেডি ও হরর ছবিতে অভিনয়করতে চান। তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি মনে করি কমেডি খুব কঠিন। এটি এমন একটাব্যাপার, যেখানে বেশিরভাগ অভিনেতা ব্যর্থ হয়েছেন। আমিও ব্যর্থ হয়েছি। যদিও পরবর্তী ছবিটি হবে অ্যাকশন ধাঁচের।সুজয় ঘোষের ‘কিং সিনেমা হবে শাহরুখেরপরবর্তী ছবি। আগামী বছরের শুরুতে মেয়ে সুহানা খানের সঙ্গে এ ছবির শুটিং করবেন তিনি।এটি পুরোপুরি অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি। এরপর তিনি করবেন হরর ও কমেডি সিনেমা। জানাগেছে, ‘স্ত্রী নির্মাতা অমর কৌশিকের নতুন সিনেমায়দেখা যাবে শাহরুখ খানকে। ‘স্ত্রী ফ্র্যাঞ্চাইজিরমাধ্যমে অমর কৌশিক বুঝিয়ে দিয়েছেন তিনি ভৌতিক না অতি প্রাকৃতিক ছবি বানাতে সিদ্ধহস্ত।‘স্ত্রী ২ চলতি বছরের অন্যতম হিট সিনেমা।এবার তিনি শাহরুখকে নিয়ে সিনেমা করতে চলেছেন। জানা গেছে, এটিও হতে যাচ্ছে হরর ধাঁচেরজঙ্গল অ্যাডভেঞ্চার সিনেমা। অন্যদিকে ‘দ্য ফ্যামিলি ম্যান, ‘ফরজি নির্মাতা রাজ ও ডিকের সঙ্গে কাজ করতেচলেছেন শাহরুখ। এই আলোচিত নির্মাতা জুটির সঙ্গে আগেও শাহরুখের কাজের খবর চাউর হয়েছিল।তবে তখন সে প্রকল্পটি হয়নি। জানা গেছে, এখন আবার শাহরুখ রাজ ও ডিকের সঙ্গে কাজ করতেচাইছেন। এটি হবে অ্যাকশন-কমেডি ছবি।

 

ব্যর্থ সিনেমা

 

২০১১ সালে অনুভবসিংহের পরিচালনায় মুক্তি পায় ‘রাওয়ান। ছবিটিতে ভিএফএক্সপ্রযুক্তির উচ্চ মানের ব্যবহার দেখা যায়। এই সিনেমা তৈরি করতে খরচ হয়েছিল ১৩০ কোটিটাকা। মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। শুধু তাই নয়, শাহরুখের ক্যারিয়ারেরঅন্যতম ব্যর্থ সিনেমা হিসেবে ধরা হয় এই ছবিটিকে। বলিপাড়া সূত্রে খবর, ‘রাওয়ান ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ১১৪কোটি টাকার ব্যবসা করে। সে হিসেবে খরচের ১৩০ কোটিও তুলতে পারেনি।

 

ফিরে দেখা জীবন

 

১৯৬৫ সালের আজকেরদিনে দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ। বাবা তাজ মোহাম্মদ খান ও মালতিফ ফাতিমা খান। আশির দশকে টেলিভিশন সিরিজে অভিনয় দিয়ে শাহরুখ ক্যারিয়ার শুরু করেন।১৯৮৮ সালে ফৌজি টেলিভিশন সিরিয়ালে কমান্ডো অভিমন্যু রাই চরিত্রে একজন নতুন অভিনেতাহিসেবে সুযোগ পান। পরে ১৯৮৯ সালে ‘সার্কাস সিরিয়ালে তিনিমোটামুটি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন, যেটি ছিল একজন সাধারণ সার্কাস অভিনেতারজীবন নিয়ে রচিত। একই বছর অভিনয় করেন অরুন্ধতী রায়ের ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজওয়ানস টেলিভিশন চলচ্চিত্রে। তবে পিতা-মাতারমৃত্যুর পর নতুন জীবন শুরু করার জন্য শাহরুখ নয়াদিল্লি ছেড়ে মুম্বাই পাড়ি জমান।১৯৯২ সালে ‘দিওয়ানা ছবি দিয়ে তারবলিউডে অভিষেক ঘটে। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

 

কী নামে ডাকবতাকে

 

কখনো ‘বলিউড বাদশাহ, কখনো ‘কিং অব রোমান্স, কখনো ‘বাজিগর, কখনো আবার ‘ডনÑ কী নামে ডাকবতাকে! তার নামের আগে এমন অনেক বিশেষণ যুক্ত হয়েছে নানান সময়। যেমন- সাম্প্রতিক সময়ে‘পাঠান, ‘জওয়ান

 

প্রেম ও বিয়ে

 

একই স্কুলে পড়াশোনাকরলেও শাহরুখ-গৌরীর মাঝে খুব বেশি পরিচয় ছিল না। পরিচয় হলো এক অনুষ্ঠানে আবার দেখাহওয়ার পর। ধীরে ধীরে গৌরীর সঙ্গে বন্ধুত্ব থেকে ভালোবাসা হয়। ১৯৯১ সালের ২৫ অক্টোবরহিন্দু রীতি অনুযায়ী শাহরুখের হাতে মেয়েকে তুলে দেন গৌরীর বাবা-মা। শাহরুখ-গৌরী দম্পতিরতিন সন্তানÑ আরিয়ান খান, সুহানা খান ও আবরামখান।

 বিনোদন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ