সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

ক্যারিয়ার সেরা বোলিং করলেন তাসকিন

ক্রীড়া ডেস্ক   মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

বলটা স্লোয়ার দিয়েছিলেন তাসকিন আহমেদ। অফস্ট্যাম্পের ওপরেই ছিল বলটা।ড্রাইভ করতে গিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন কেমার রোচ। বল ততক্ষণে ব্যাটছুঁয়ে গেছে। মাঝ ব্যাটে লেগে উঠে যায় বলটি। মিড অফে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের মাথারওপর দিয়ে চলে যেতে লাগছিল বলটি।

 

কিন্তু মিরাজ বলটাকে যেতে দিলেন না। চিতার মত ক্ষিপ্র গতিতে লাফ দিয়েউঠে এক হাতে ক্যাচটি ধরলেন তিনি। সে সঙ্গে সমাপ্তি ঘটলো ক্যারিবীয় ইনিংসের। ১৫২ রানেঅলআউট হলো তারা। শুধু তাই নয়, ক্যারিয়ারে সেরা বোলিং ফিগারের মালিক হয়ে গেলেন তাসকিনআহমেদ।

 

অ্যান্টিগা টেস্টের আগে তাসকিন আহমেদ টেস্টে কখনো ৫ উইকেটই পাননি। সেইতিনি অ্যান্টিগায় প্রথমবারের মতো ৫ উইকেট নিলেন এবং সেটা নিয়ে গেলেন ৬ উইকেটে। নিঃসন্দেহেতাসকিনের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার এটা।

 

ম্যাচ শেষে ১৪.১ ওভার বল করে একটি মেডেন নেন তাসকিন। ৬৪ রান দিয়ে নিলেন৬ উইকেট। এর আগে টেস্টের এক ইনিংসে তাসকিনের সেরা বোলিং ছিল ৩৭ রানে ৪ উইকেট। এবারএকাই নিয়ে নিলেন ৬ উইকেট।

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ