সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশকে চাপে রেখে যা বললেন রোচ

ক্রীড়া ডেস্ক   মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

অ্যান্টিগা টেস্টে বড় হারের শঙ্কায় বাংলাদেশ। চতুর্থ দিনে টাইগাদের ৩৩৪রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানসংগ্রহ করে দিন শেষ করে সফরকারীরা। জয়ের জন‍্য শেষ দিনে প্রয়োজন ২২৫ রান, আর ওয়েস্টইন্ডিজের ৩ উইকেট।

 

৩টি করে উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলেছেন দুই ক্যারিবিয়ান পেসার কেমাররোচ ও জায়ডেন সিয়েলস। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন রোচ। টাইগারদের চাপে ফেলতেপেরে বেশ খুশি তিনি। রোচ বলেন, ‘আমাদের বোলিং গ্রুপের প্রশংসা না করে উপায় নেই। ভেরিহাইলি স্কিলফুল বোলিং গ্রুপ। আমাদের মধ্যে যোগাযোগ আর বোঝাপড়া ভালো ছিল। বল হাতে ভালোএকটা শুরু চাচ্ছিলাম। আমি ও জায়ডেন সেই শুরুটা করতে পেরেছি। আরও এক-দুটি উইকেট তুলেনিতে পারলে ভালো হতো।

 

তিনি আরও বলেন, ‘ছেলেরা নিজেদের মেলে ধরেছে। দ্বিতীয় ইনিংসে কাজটা সহজছিল না, প্রথম ইনিংসে অনেকক্ষণ ব্যাট করতে হয়েছে। তবে বল হাতে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে,ফ্যান্টাস্টিক। বোলিং গ্রুপের প্রশংসা করতে চাই। নিজেদের মধ্যে বোঝাপড়া দারুণ ছিল,দারুণ ইউনিট, এর অংশ হতে পেরে আমি খুবই খুশি।

 

৩৩৪ রানের টার্গেট দেওয়া প্রসঙ্গে এই ক্যারিবিয়ান পেসার আরও বলেন, ‘পরিকল্পনাছিল বাংলাদেশের ব্যাটারদের জন্য যতটা সম্ভব কঠিন করে তোলা। রান রেট কম রেখে ভালো জায়গায়বল করে ব্যাটারদের চাপে রাখা। বোলাররা সেই কাজ খুব ভালোভাবে করেছে। দ্রুতই দুটি উইকেটচলে যায়, আমি একটা পাই আরেকটা জায়ডেন। এরপর আরও পাঁচটি উইকেট পড়েছে। যে এনার্জি নিয়েছেলেরা বল করেছে আমি খুবই খুশি। কিছু ক্যাচ হাতছাড়া হয়েছে যা নিয়ে আমাদের কথা বলতেহবে। তবে বোলিং ইউনিট সুযোগ তৈরি করছে, এটাই তো চাওয়া থাকে।

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ