সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করলেন প্রধান বিচারপতি

দেশকাল অনলাইন   মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ‘সুপ্রিমকোর্টের বার্ষিক প্রতিবেদন২০২৩ পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাতআহমেদ।

 

মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন পেশ করেনপ্রধান বিচারপতি।এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

 

প্রধান বিচারপতি সাক্ষাৎকালে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কেরাষ্ট্রপতিকে অবহিত করেন।এ সময় রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি জানান, ইতোমধ্যে সুপ্রিমজুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে।

 

এ ছাড়া সুপ্রিমকোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিতকরেন প্রধান বিচারপতি।

 

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সুপ্রিমকোর্ট হলো বিচারপ্রার্থীদেরসর্বশেষ ভরসাস্থল।

 

সুপ্রিমকোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।তিনিপ্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ বিচারপ্রার্থীদের ন্যায়বিচার যৌক্তিক সময়ে নিশ্চিতকরতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিএবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

 আইন-অপরাধ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ