সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

নাচোলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

দেশকাল ডেস্ক   বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে  স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  নাচোল সরকারি কলেজের আয়োজনে বৃহস্পতিবার সকালে কলেজঅডিটোরিয়ে এই স্বরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আগস্ট বিপ্লবে ঢাকার মিরপুর-১০এ সাউথইস্ট ইন্সটিটিউট অব ম্যানেজম্যান্ট টেকনোলজি কলেজের শিক্ষার্থী আহত নাচোলের সিংরইলগ্রামের মেহেদী হাসানের পিতা আব্দুল কুদ্দুস অংশগ্রহণ করে। 

নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন প্রভাষক ( ভুগোল বিভাগের বিভাগীয় প্রধান)  শফিকুল আলম,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান  প্রভাষক ড.অজিত কুমার দাস,প্রভাষক ইসরাফিল হক,প্রভাষকগোলাম কবির মোল­া,প্রভাষক সোহেল আলম প্রমুখ। 

সভাশেষে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহত নাচোলের মেহেদী হাসানের পিতা আব্দুল কুদ্দুস এরহাতে কলেজের পক্ষ হতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং ছাত্র-জনতার রক্তে রঞ্জিতদেশের স্বাধীনতাকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহবান জানানোহয়।

 সারাবাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ