সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদায়

দেশকাল ডেস্ক   বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪

ধামরাই পৌরশহরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টিউটোরিয়াল হোমে ৫ম শ্রেনীরশিক্ষার্থীদের ২০২৪ সালের বিদায় ও ক্লাস পার্টি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়টিতেকেক কাটাসহ জাঁকজমকপূর্ণ পরিবেশনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) সকাল থেকে দিন ব্যাপি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনেআলোচনাসভা,নাজগান,কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য  সিরাজুল হক দুলাল বলেন,১৯৮৪ সালে মরহুম হামিদুররহমানে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম এখন পর্যন্ত ধরে রেখেছেন এই স্কুলেরঅধ্যক্ষ,প্রতিষ্ঠাতার সহধর্মিনী গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা খোদেজা রহমান।তারই সঠিক দিকনির্দেশনায় স্কুলটি ধামরাই উপজেলায় মাথা উঁচু করে এখন পর্যন্ত সুনামেরসাথে এগিয়ে যাচ্ছে। মরহুম হামিদুর রহমানের হাত ধরে আমরা কয়েকজন সদস্য মিলে স্কুলটিপ্রতিষ্ঠা করেছিলাম। আমার সবচেয়ে ভালো লাগছে এজন্য যে,আজ এই বয়সে নিজের তৈরি করা প্রতিষ্ঠানেরপরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারছি।

প্রধান শিক্ষক সিরাজুল হক দুলালের সঞ্চালনায়,সহকারী শিক্ষক আব্দুস সালামএর পরিচালনায় মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধামরাইগার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা খোদেজা রহমান।

অনুষ্ঠান শেষে সকল শিক্ষক মিলে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বিদায়ীসম্বর্ধনা জানান তাদের জন্য দোয়া ও খাওয়া দাওয়ার আয়োজন করেন।

 সারাবাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ