পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহপিটিআইয়ের নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে আটটি মামলা করা হয়েছে। ইমরান খানের ডাকাচূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় গত বুধবার এ মামলা করে ইসলামাবাদ পুলিশ।এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ জানায়, শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামসকলোনি, নুন, নিলোরসহ বিভিন্ন থানায় মামলাগুলো নথিভুক্ত করা হয়।
দলের স্থানীয় নেতৃত্ব ছাড়াও কয়েক হাজার ব্যক্তির নাম রয়েছে আসামিরতালিকায়। মামলাগুলোর মধ্যে সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অপহরণ এবংসরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশকে আন্দোলনের রাজনীতি থেকে মুক্ত করতেএবং স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পরইপুলিশ মামলার পদক্ষেপ নেয়।
সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি,সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলামাবাদঅভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার তারা ইসলামাবাদেরগুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন। নিরাপত্তা রক্ষায়আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
পরে বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় পিটিআই। দলটির মিডিয়াসেল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিষ্ঠুর-নির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যারমাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার, তার জেরেই আমরাসাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।
পিটিআইয়ের সমাবেশ ঘিরে ইসলামাবাদে ইমরানের সমর্থক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজনেরহতাহতের ঘটনা ঘটে।