সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

সবার ওপরে থেকেই বছর শেষ আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক   শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪

বিগত বছরগুলোতে সাফলের চূড়ায় উড়তে থাকা আর্জেন্টিনা এবার বছর শেষকরবে শীর্ষে থেকেই। গতকাল বৃহস্পতিবার ২০২৪ সালে শেষবারের মতো র‌্যাঙ্কিংয়ের হালনাগাদপ্রকাশ করেছে ফিফা। সেখানে সবার ওপরে লিওনেল মেসির আর্জেন্টিনা।

 

শীর্ষে থাকলেও রেটিং কিছুটা কমেছে আর্জেন্টিনার। এর কারণ এই মাসে খেলাশেষ দুই ম্যাচের একটিতে হেরে যাওয়া। ঘরের মাঠে বছরের শেষ ম্যাচে পেরুকে ১-০ গোলে হারালেওতার আগের ম্যাচে প্যারাগুয়ের মাঠে ২-১ গোলের হার দেখেন লিওনেল মেসিরা।

 

এদিকে, ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আর কোনো পরিবর্তন নেই। উয়েফানেশন্স লিগে সবশেষ দুই ম্যাচে একটি করে জয় পাওয়া ও ড্র করা ফ্রান্স আছে দুইয়ে। যদিওতাদের রেটিং পয়েন্টও কিছুটা কমেছে। পরের দুই স্থানে যথাক্রমে স্পেন ও ইংল্যান্ড। যদিওনিজেদের শেষ দুই ম্যাচে জয় পাওয়ায় তাদের রেটিং পয়েন্ট বেড়েছে কিছুটা।

 

পাঁচ নম্বরে আছে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা দল ব্রাজিল। সম্প্রতিভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করা দলটি আছে পাঁচ নম্বরে। উন্নতি হয়েছে পর্তুগালও নেদারল্যান্ডসের। এক ধাপ করে এগিয়ে দল দুইটি যথাক্রমে ছয় ও সাতে। দুই ধাপ পিছিয়েআটে বেলজিয়াম। সেরা দশের বাকি দুইটি দল হলো ইতালি ও জার্মানি।

 

এদিকে, আগের মতোই ১৮৫তম স্থানে আছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ঘরেরমাঠে খেলা সবশেষ দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে হেরে যায় বাংলাদেশ। তবে শেষ ম্যাচটিজিতে আগের অবস্থান ধরে রাখেন শেখ মোরসালিন-তপু বর্মনরা।

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ