সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

দেশকাল ডেস্ক   শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪

দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারে ভর্তিচ্ছুদেরসতর্ক করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গতকাল বৃহস্পতিবার একবিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ইউজিসির পরিচালক (বেসরকারিবিশ্ববিদ্যালয় বিভাগ) ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া।

 

ইউজিসির থেকে বলা হয়েছে, এসব বিশ্ববিদ্যালয় অবৈধভাবে শিক্ষা কার্যক্রমচালাচ্ছে কিংবা অনিয়মের কারণে ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোয়ভর্তি হয়ে প্রতারিত হলে এবং পরবর্তীতে কোনো আইনগত সমস্যা সৃষ্টি হলে তার দায় ইউজিসিনেবে না।

 

ইউজিসির বিজ্ঞপ্তির তথ্য বলছে, অবৈধ ক্যাম্পাস ও অবৈধভাবে শিক্ষা কার্যক্রমপরিচালনা করছে তিনটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলোইবাইস ইউনিভার্সিটি,আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি এবং দি ইউনিভার্সিটি অব কুমিল্লা।ভিক্টোরিয়া ইউনিভার্সিটিঅব বাংলাদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশেনতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রেখেছে ইউজিসি। নির্ধারিত সময়ে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাসহসব কার্যক্রম স্থানান্তরে ব্যর্থ হওয়ায় ইউজিসি এ সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড অব ট্রাস্টিজগঠনে জটিলতা ও মামলা থাকায় রাজধানীর সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেনতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মামলা, ক্যাম্পাস বন্ধ থাকা, ইউজিসির আরোপিতশর্ত পূরণ না হওয়াসহ নানা কারণে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটিবাংলাদেশ, কুইন্স ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহেঅর্জিত ডিগ্রির মূল সার্টিফিকেটে স্বাক্ষরকারী হবেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতিতথা আচার্য থেকে নিয়োগ পাওয়া ভাইস-চ্যান্সেলর এবং পরীক্ষা নিয়ন্ত্রক।

 

শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যেরাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত উপাচার্য রয়েছেন ৭৪টি বিশ্ববিদ্যালয়ে। কমিশনের ওয়েবসাইটে(www.ugc.gov.bd) এ সংক্রান্তবিষয়ে সময়ে সময়ে তালিকা আপডেট করা হয়। এ অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিরক্ষেত্রে শুধুমাত্র সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদিত বিশ্ববিদ্যালয়েরঅনুমোদিত ক্যাম্পাসে এবং অনুমোদিত প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য ইউজিসির ওয়েবসাইট(www.ugc.gov.bd) থেকে তথ্য সংগ্রহপূর্বকভর্তি হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

 শিক্ষাঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ