আশীষ সাহা, আখাউড়া থেকে:
ব্রাহ্মণবাড়িয়া : আবারো দৈনিককালের কণ্ঠেরসেরা জেলাপ্রতিনিধি হিসেবেস্বীকৃতি পেয়েছেনপত্রিকাটির ব্রাহ্মণবাড়িয়াজেলা প্রতিনিধিবিশ্বজিৎ পালবাবু। এনিয়ে তিনবারসেরা জেলাপ্রতিনিধির সম্মাননাপেলেন তিনি।কালের কণ্ঠেরসঙ্গে টানাদেড় দশকধরে থাকারস্বীকৃতিও দেওয়াহয়েছে জেলারওই কৃতিসাংবাদিককে।
প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে গতশুক্রবার কালেরকণ্ঠের কার্যালয়েআয়োজিত অনুষ্ঠানেস্বীকৃতিস্বরূপ ক্রেস্ট,সার্টিফিকেট ওনগদ টাকাতুলে দেওয়াহয়। ইস্টওয়েস্ট মিডিয়াগ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালকআব্দুল কাদেরগণি, কালেরকণ্ঠ সম্পাদকহাসান হাফিজ,নির্বাহী সম্পাদকহায়দার আলীসহঅন্যান্যরা এসময় উপস্থিতছিলেন।
বিশ্বজিৎ পালবাবু প্রায়দুই যুগধরে সাংবাদিকতাপেশায় আছেন।২০০৪ সালেদৈনিক সমকালপত্রিকার আখাউড়াপ্রতিনিধি হিসেবেযোগ দিয়েসাংবাদিকতা পেশায়যুক্ত হন।২০০৯ সালেরডিসেম্বরে তিনিতখন প্রকাশিতব্যকালের কণ্ঠেরব্রাহ্মণবাড়িয়া জেলাপ্রতিনিধি হিসেবেযোগ দেন।ওনার এযোগদান ছিলোবড় পরিসরেরকোনো দৈনিকেআখাউড়া উপজেলাথেকে জেলারপ্রতিনিধি হিসেবেকাজ করারপ্রথম ঘটনা।
সমকালে কাজকরার আগেবিশ্বজিৎ দৈনিকখবর পত্রপত্রিকায় কাজকরেন। জেলাথেকে প্রকাশিততিতাস কণ্ঠও পেনব্রিজপত্রিকার আখাউড়াপ্রতিনিধি হিসেবেকাজ করেনসাংবাদিক। এছাড়াদীর্ঘদিন দৈনিকপ্রজাবন্ধু পত্রিকায়স্টাফ রিপোর্টারও সম্পাদনাসহকারি হিসেবেদায়িত্ব পালনকরেছেন। অনলাইনপোর্টাল আখাউড়ানিউজের নির্বাহীসম্পাদক তিনি।পাশাপাশি খবররেরখোঁজে নামেপাক্ষিক পত্রিকারসম্পাদনার দায়িত্বেআছেন। প্রথমআলো ওযুগান্তরের পাঠকসংগঠনের পাতায়লেখালেখির মাধ্যমেতিনি সাংবাদিকতারজগতে পাবাড়ান। তিনিমাসিক আখাউড়াসংবাদ পত্রিকারবার্তা সম্পাদকহিসেবেও কাজকরেছেন।
বিশ্বজিৎ পালবাবু দৈনিকদেশকাল প্রতিনিধিকেবলেন কালেরকণ্ঠ যেতিনবার সেরাপ্রতিনিধি বাছাইকরেন প্রতিবারইতিনি ছিলেন।এটিকে অনেকবড় অর্জনহিসেবেই দেখছেনতিনি। এমনঅর্জনে তিনিসকল শুভাকাঙ্খীরসহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণকরেন। ভবিষ্যতেআরো ভালোকিছু করতেসহকর্মীসহ সকলেরসহযেগিতা কামনাকরে