সোমবার , ২১ এপ্রিল ২০২৫

‘শুধু লাইসেন্সধারীদের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে’

দেশকাল ডেস্ক   রবিবার , ২৬ জানুয়ারী ২০২৫

আগামীকাল সোমবার টিভি চ্যানেল মালিকদের সঙ্গে বৈঠককরবে গণমাধ্যম সংস্কার কমিশন। ওই সভায় লাইসেন্সধারী টিভি চ্যানেলের সব মালিককে ডাকাহয়েছে বলে জানিয়েছেন কমিশনের প্রধান কামাল আহমেদ।

গতকাল শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়াএক স্ট্যাটাসে এ তথ্য জানান কামাল আহমেদ। ফেসবুকে কামাল আহমেদ লেখেন, গত ১৫ বছরে বেসরকারি টিভি চ্যানেলগুলোর প্রায় সবার বিরুদ্ধেফ্যাসিবাদকেসহায়তার অভিযোগ আছে। কিন্তু এসব চ্যানেলের কাউকেই সরকার নিষিদ্ধ করে নি, কিম্বা মালিকানায়পরিবর্তন (দু-একটি ব্যতিক্রম বাদে) ঘটেনি। টিভি চ্যানেলগুলোকে সংস্কারের অংশ করতে হলেচ্যানেলমালিকদের কাছ থেকে তাঁদের ভূমিকার ব্যাখ্যা শোনার প্রয়োজন অস্বীকার করা যাবেনা। সেকারণেই শুধু লাইসেন্সধারীদের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

 

তিনি আরও লেখেন, আমন্ত্রিতদেরমধ্যে কয়েকজন হত্যামামলার আসামী হিসাবে জেলেও আছেন জেনেও লাইসেন্সধারী হিসাবে তাদেরনামে চিঠি গেছে, যাদের পক্ষে অন্য কেউ প্রতিনিধিত্ব করলেও করতে পারেন।

 মিডিয়াওয়াচ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ