সোমবার , ২১ এপ্রিল ২০২৫

মোশাররফ করিম-ফারিণের নতুন সিনেমা ‘ইনসাফ’

আনন্দলোক ডেস্ক   রবিবার , ২৬ জানুয়ারী ২০২৫

নির্মাতা সঞ্জয় সমদ্দারের নির্মাণে আসছে নতুন সিনেমাইনসাফ। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফকরিম।

শুধু তাই নয়, এ ছবিতে নায়ক হিসেবে থাকবেন শরীফুলরাজ; বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবিটি নিয়ে এবারনতুন খবর, আগামী মাসে শুরু হতে যাচ্ছে ইনসাফ-এর শুটিং।

 

নির্মাতা সঞ্জয় সমদ্দার ওপার বাংলার নায়ক জিৎকে নিয়েমানুষনামের একটি ছবিও বানিয়েছেন। এবার ইনসাফ নিয়ে ব্যস্ততা তার। গণমাধ্যমের মুখোমুখি হয়ে ছবিটিপ্রসঙ্গে জানালেন, এখনই কাস্ট সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে ছবিতে গুরুত্বপূর্ণচরিত্রে থাকছেন মোশাররফ করিম। তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে।

 

নির্মাতা সঞ্জয় বলেন, সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। যার সঙ্গেব্যাটেবলে মিলে যায় তখনই তাকে কাস্ট করা হয়। আমি এখন সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি।শিগগিরই অফিসিয়ালি জানাব।

 

অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ইনসাফ। ধুন্ধুমার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করাহবে। যে রাজকে ইতোপূর্বে দেখা যায়নি।

 বিনোদন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ