ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ের অন্যতম দর্শনীয়স্থান বলিউড কিং শাহরুখ খানের বাড়ি মান্নাত। এবার এই আলিশান বাড়ির জন্য টাকা পেতে যাচ্ছেনশাহরুখ; যা দেওয়া হবে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে।
ভারতীয় গণমাধ্যমের খবর, বলিউড কিং শাহরুখ খানকে ৯কোটি রুপি ফেরত দেবে মহারাষ্ট্র সরকার। কারণ, তার বাড়ির লিজ কনভার্ট করার জন্য দিয়েছিলেনশাহরুখ। বলে রাখা ভালো, মান্নাত বাংলোটি সমুদ্রমুখী একটি বাংলো যা বান্দ্রা অঞ্চলেঅবস্থিত। এটি দেখতে ভারতের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা।
বছর পাঁচেক আগে মান্নাতকে পুরোপুরি নিজের করে নিতেউদ্যোগী হন শাহরুখ। ইজারার জমিকে ব্যক্তিগত মালিকানাধীন করতে সরকারকে মোটা টাকা দিতেহয়। সে অনুযায়ী শাহরুখ এবং তার স্ত্রী গৌরী খান সরকারি নিয়ম মেনে টাকা জমা করেন। মান্নাতেরজন্য ফার্স্ট ক্লাস ওনারশিপ হিসেবে আবেদন করেন তারা। সেই আবেদন গৃহীতও হয়।
কিন্তু মান্নাতের মালিকানা পেতে প্রয়োজনের তুলনায়শাহরুখ বেশি টাকা দিয়েছিলেন বলে জানা যায়। তাই অতিরিক্ত ৯ কোটি রুপি তাকে ফিরিয়ে দিচ্ছেমহারাষ্ট্র সরকার।
ইজারার সম্পত্তির মালিকানা পেতে শাহরুখ এবং গৌরী২৫ কোটি টাকা দিয়েছিলেন। অতিরিক্ত ৯ কোটি টাকা ফেরত দেওয়া হচ্ছে তাদের। তবে মান্নাতেরমালিকানা নিয়ে সেই সময় বিতর্কও দেখা দেয়। বলা হয়, মোট ২৬,৩২৯ স্কয়ার ফিটের মালিকানাপেতে শাহরুখ যে টাকা দিয়েছিলেন, তার তুলনায় মান্নাতের বাজারমূল্য অনেক বেশি।