দেশকাল প্রতিবেদক:
দক্ষিণ এশীয় ভূ-রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক: ব্যবসায়িক সুযোগ ও রাজনৈতিক গতিশীলতা অন্বেষণ শীর্ষক আলোচনা সভা ম্যাকলারেন্স ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ দুলাল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব:) আমিনুল করিম, এনডিসি, আইডিএমসি, পিএসসি। এছাড়াও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. লে: কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ফরহাদ হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. তানভীর আবীর।
প্রফেসর ড. লে: কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বলেন, বলেন, মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন প্রদেশ দুটি আরাকান আর্মি দ্বারা নিয়ন্ত্রিত । সেই বাস্তবতার কথা মনে রেখে আমাদের রণকৌশল ঠিক করতে হবে ।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল(অব:) আমিনুল করিম, এনডিসি, আইডিএমসি, পিএসসি বলেন, শক্তিশালী মিলিটারি পাওয়ার না থাকলে কূটনৈতিক পাওয়ার কাজ করে না । এছাড়াও তিনি নেভি ও এয়ার ফোর্সের উন্নয়নের ওপর জোর দিতে বলেছেন । প্রফেসর ফরহাদ হোসেন বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি বড় সমস্যা এবং মিয়ানমার আর এ রোহিঙ্গাদের ফেরত নেবে না । এ সমস্যা জিইয়ে রাখতে ভারত সরকার পেছনে থেকে কলকাঠি নাড়ছে । বর্তমানে প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে এবং প্রতিদিন যেভাবে রোহিঙ্গা শিশুরা জন্মগ্রহণ করছে তাতে একসময় উপকূল অঞ্চল তাদের দখলে চলে যেতে পারে ।
অনুষ্ঠানে ম্যাকলারেন্স ক্লাবের কর্ণধার আব্দুল হামিদ বলেন, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আগে থেকেই এক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে । তিনি সেই সম্পর্কের উপর গুরুত্বারোপ করেছেন । আবু সাঈদ ব্রিগেডের জাতীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট কায়সার আহমেদ বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকার অদূরদর্শিতার পরিচয় দিয়েছে । ব্যাংক কর্মকর্তা এস এম লুৎফর রহমান বলেন, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বৈধভাবে খুব তেমন একটা ব্যবসায়িক লেনদেন হয়না । বৈধভাবে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে ব্যবসা বৃদ্ধির উপরে তিনি জোর দিয়েছেন ।
পাবলিক হেলথ এক্সপার্ট ড. ফারজানা ইসলাম রুপা বলেন, মিয়ানমারের সাথে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সাঈদ ব্রিগেডের জাতীয় নির্বাহী পরিষদের সদস্য শারমিন সুলতানা শিমু, সিনথিয়া খানম, মো: শাকিব হোসেন, মো: মেহেরাজ হোসেন, মো: রহমতুল বারি, মো: আজিজুল হক প্রমুখ ।