বিশ্বের গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণজানিয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেছেন, ‘এক সময়পেশাগত কারণে বাংলাদেশ সফর বিদেশি সাংবাদিকদের জন্য অনেকটা নিষিদ্ধ ছিল। কিন্তু এখনতা উন্মুক্ত ও অবারিত।’
স্থানীয় সময় শুক্রবার মেক্সিকোতে আন্তর্জাতিক সাংবাদিকদেরদেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রদূত।
মুশফিকুল ফজল আনসারি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পরপরই এই অলিখিত নিষেধাজ্ঞাতুলে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ সফর করে প্রকৃত পরিস্থিতি অনুধাবনেরআমন্ত্রণ জানিয়েছেন সরকারপ্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।’
মত বিনিময়কালে বিশ্বের গণমাধ্যম ব্যক্তিত্বরা রাষ্ট্রদূতেরদায়িত্ব নেয়ায় মুশফিকুল ফজলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, নির্বাচনও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চান।
জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশে চলা দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়েএক বিস্ময়কর নজির স্থাপন করেছে বাংলাদেশের ছাত্র-জনতা। এর জন্য হাজারো তরুণকে জীবনবিলিয়ে দিতে হয়েছে।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাম্প্রতিকরিপোর্টকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘এমন বর্বরোচিত হত্যাযজ্ঞে শেখ হাসিনার সম্পৃক্ততাখুঁজে পেয়েছে অনুসন্ধানী দল।’
ছাত্রদের নেতৃত্বে এ বিজয় অর্জিত হয়েছে উল্লেখ করেরাষ্ট্রদূত মুশফিকুল ফজল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় হত্যা,গুম, কারাবরণকে মাথায় নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনেরবিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গেছে।’
বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেপ্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির কথা জানিয়ে মুশফিকুল ফজল আনসারি বলেন, ‘ধ্বংস হয়ে যাওয়া প্রথা ও প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেরশেষে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের দিকে অগ্রসর হচ্ছে সরকার।’