জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গান প্রকাশে এখনওনিয়মিত তিনি। বিশেষ দিবস ও উৎসবেও প্রকাশ করছেন নতুন গান। এদিকে আসন্ন ঈদকে সামনে রেখেএরইমধ্যে নতুন গান প্রকাশের কাজ শুরু করেছেন।
রোজার ঈদে প্রকাশ হবে ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের নতুন একটি গান। এর কথা লিখেছেন ফারুকআনোয়ার। সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক সম্রাট আহমেদ। এটি ঈদে একটি ইউটিউবচ্যানেলে মুক্তি পাবে।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, গানটির কথা খুব ভালো।সম্রাট এ প্রজন্মের খুব মেধাবী একজন সংগীত পরিচালক হিসেবে গানটিতে চমৎকার সুর ও সংগীতআয়োজন করেছে। আশা করি, এটি শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে।
তিনি আরও বলেন, স্টেজ শোয়ের পাশাপাশি গান রেকর্ডকরছি। ঈদে আরও কয়েকটি গান আসতে পারে। সেগুলো নিয়েও কাজ করছি।