সোমবার , ২১ এপ্রিল ২০২৫

নিউজ ডেস্ক:
২ মার্চ ২০২৫ তারিখ বাংলাদেশে সপ্তমবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। নির্বাচন কমিশন এই দিবসকে সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে। মূলত জনসাধারণের মধ্যে ভোটার হওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টিই এ কর্মসূচির লক্ষ্য। 

জানিপপ-জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর লে. কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বলেন, গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার বিষয়ে জনসাধারণ, বিশেষত তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাতীয় ভোটার দিবস। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় স্তম্ভ হলো ভোটব্যবস্থা। ভোট প্রদানের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটে। প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, জনগণের সঙ্গে সরকার ও জনপ্রতিনিধিদের সম্পর্ক স্থাপনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ভোট। 

 মুক্তবাক থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ