সোমবার , ২১ এপ্রিল ২০২৫

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

দেশকাল প্রতিবেদক, ঢাকা   শনিবার , ০৮ মার্চ ২০২৫


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ থেকে ৬ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্য বিমা খাতে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

 বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। শনিবার (৮ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৭.৭৪ শতাংশ। এর আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩৮.৯০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে এর শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪৫.৮০ টাকা। এর ফলে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর ডেসকোর ১৭.২৬ শতাংশ, ইন্দো-বাংলার ১৫.৭৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ১২.০২ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৯.৩৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ, ন্যাশনাল টির ৮.০২ শতাংশ, এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ৭.৬৯ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৬৭ শতাংশে এবং বিচ হ্যাচারির ৬.৬৭ শতাংশ বেড়েছে।

 অর্থ-বাণিজ্য থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ