নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লিগ এবার শুরু হয়েছিল ৩৬ দল নিয়ে। সেখানথেকে গ্রুপপর্ব, প্লে-অফ ও শেষ ষোলোর খেলা শেষ হয়েছে। এবার লড়াইয়ের পালা সেরা আটটিদলের। আগামী ৮ ও ৯ এপ্রিল প্রথম লেগে এবং ১৫ ও ১৬ এপ্রিল ফিরতি লেগ শেষ আটের ম্যাচখেলবে দলগুলো।
আগের দিন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল চার দল। বুধবার রাতে সেরাআট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদসহ আরও চারটি দল। এরপরই নিশ্চিত হয়ে যায় কোয়ার্টারে কেকার মুখোমুখি হবে।
চ্যাম্পিয়নস লিগে গতবারের রানার্স আপ জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডখেলবে স্প্যানিশ জায়ান্ট ও পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে। অন্যদিকে,ছয়বারের চ্যাম্পিয়ন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ খেলবে ইতালিয়ান ক্লাব ইন্টারমিলানের বিপক্ষে।
টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৫বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের সামনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাধার নামইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। প্রিমিয়ার লিগের আরেক ক্লাব অ্যাস্টন ভিলারমুখোমুখি হবে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
কোয়ার্টার-ফাইনালে কে কার মুখোমুখি
বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান
আর্সেনাল-রিয়াল মাদ্রিদ
পিএসজি-অ্যাস্টন ভিলা