সোমবার , ২১ এপ্রিল ২০২৫

হৃদয়ের বন্ধুমহলে মাহমুদউল্লাহর নাম ছিল ‘পেইন-কিলার’

ক্রীড়া ডেস্ক   বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫

বাংলাদেশের জার্সিতে তাওহিদ হৃদয়ের অভিষেক হয় ২০২৩ সালে। মাহমুদউল্লাহরিয়াদের ক্যারিয়ার তখন শেষের দিকে। তাই কৈশোর-তারুণ্যের একটা বড় সময় মাহমুদউল্লাহদেরখেলা দেখেই কেটেছে হৃদয়ের মতো অসংখ্য মানুষের। গতকাল বুধবার মাহমুদউল্লাহ আন্তর্জাতিকক্রিকেটকে বিদায় বলার পর সেই কথাই আবার স্মৃতিতে এনেছেন হৃদয়।

 

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মাহমুদউল্লাহর নাম পেইন-কিলার ছিল বলেও উল্লেখকরেন হৃদয়, ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত‍্যেকটা ব্রিলিয়ান্ট মুহুর্তেরজন‍্য ধন‍্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদেরবন্ধুমহলে আপনার নাম ছিলো পেইন-কিলার। এমনঅনেক ম‍্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ (ইতিবাচক ফলাফল) আপনার থেকে উপহার পেয়েছি।

 

মাহমুদউল্লাহকে শুভকামনা জানিয়ে হৃদয় লেখেন, আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটিসবসময় ছিলেন। অবসর জীবনের জন‍্য শুভকামনা!

 

হৃদয়ের মতোই ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তানজিদ হাসানতামিমের। হৃদয়ের মতো তিনিও স্মরণ করলেন ছোটবেলার কথাই, বাংলাদেশ ক্রিকেটে আপনার অসাধারণপ্রতিটি মুহূর্তের জন্য ধন্যবাদ প্রিয় মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। শৈশবে ক্রিকেটে দেখাআপনার অসাধারণ সব মুহূর্তই আমার বর্তমানে ক্রিকেটার পরিচয়ের পেছনের অন্যতম অনুপ্রেরণা।

 

 

 

 

মাহমুদউল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তানজিদ লেখেন, পরামর্শ দিয়ে পাশে থাকা, ছোটভাইয়েরমতো সবসময় আমাকে আগলে রাখা, আদর, যত্ন সবকিছুর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনার পরবর্তী অধ্যায় হোক আরোদুর্দান্ত।

 

সমসাময়িক আরেক ক্রিকেটার রিশাদ হোসেন তার স্ট্যাটাসে লেখেন, একটি যুগের পরিসমাপ্তি! মাহমুদউল্লাহরিয়াদ ভাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আপনার ত্যাগ-তিতিক্ষা ও লাল-সবুজজার্সিতে ভোলার মতো নয় এমন পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি সবসময়ইকিংবদন্তি।

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ