সোমবার , ২১ এপ্রিল ২০২৫

গতকাল বুধবার (১২ ই মার্চ )বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকরহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম স্বপনভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর কাওরনবাজারে গরীব ও অসহায়দের মাঝে  ইফতার  বিতরন  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ইফতার বিতরণের আগেমনিরুল ইসলাম স্বপন ভাই বলেন পবিত্র মাহে রমজানের রোজা শুধু ক্ষুধা-তৃষ্ণা থেকে বিরতথাকা নয়, বরং আত্মা ও হৃদয়কে পরিশুদ্ধ করার একটি মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে আত্মাও হৃদয়কে পরিশুদ্ধ করার তৌফিন দান করুন।

 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেকসহ-সাংগঠনিক সম্পাদক মো: ইকবাল, ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সি: সহ-সভাপতি সাইফুল ইসলামরিপন,তেজগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান,তেজগাঁও থানা যুবদলের  মোঃ লিটন,২০ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়কমোঃ তালহা রহমান, ২০ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটির সদস্য হুজাইফা রহমান, সোহেল,গুলশান থানা যুবদলের সোহাগ,ডালিম,জনি,৩০ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রাকিবহোসেন বিশাল,২৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক সজিব সহ অসংখ্য নেতৃবৃন্দ।

 নগর-মহানগর থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ