সোমবার , ২১ এপ্রিল ২০২৫

স্পেশাল অলিম্পিকসের ফ্লোরবলের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক   শুক্রবার , ১৪ মার্চ ২০২৫

 
সোনা জয়ের লড়াইয়ে শনিবার ইউক্রেনের মুখোমুখি হবে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস দল। স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমসের ফ্লোরবল ইভেন্টে দারুণ সাফল্যের শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে উড়িয়ে এই ইভেন্টের ফাইনালে উঠেছে মেয়েরা।

ইতালির তুরিনে হওয়া এই প্রতিযোগিতায় শুক্রবার সেমি-ফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ১৩-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

অন্য সেমি-ফাইনালে ভারতকে ৩- ১ গোলে হারিয়েছে ইউক্রেন। শনিবার তাদের বিপক্ষে সোনা জয়ের লড়াইয়ে বাংলাদেশ নামবে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন উপ-দলনেতা কামরুন নাহার ডানা।

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ