"মানুষ মানুষের জন্যই"পথশিশুরা এমন সুযোগ পেয়ে অত্যান্ত খুশি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে শনিবার দুপুরেদোকান থেকে নিজেদের পছন্দ মত ঈদের নতুন কাপড় কেনার সুযোগ করে দেয় আখাউড়া প্রেসক্লাবপ্রায় অর্ধশত শিশুকে। পথশিশুরা এমন সুযোগ পেয়ে অত্যান্ত খুশি।
শিশুদের নিজেদের পছন্দঅনুযায়ী ঈদে নতুন কাপড় পেয়ে চোখেমুখে আনন্দের হাসি যেন থামছিলো না পথ শিশুদের। একজনআরেক জনের নতুন কাপড় দেখছে আর বলছে 'তোরটার চেয়ে আমারটা বেশি সুন্দর।'এ সময় আখাউড়াপ্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারনসম্পাদক জুটন বনিক, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলামপ্রমুখ উপস্থিত ছিলেন।
নুরুন্নবী ভুইয়া জানান,প্রতি বছরের মত এবারও আখাউড়া প্রেসক্লাব সুবিধাবঞ্চিত অর্ধশত পথশিশুকে ঈদের নতুন কাপড়কিনে দিয়েছে। দোকান থেকে পছন্দ করে কাপড় নিয়েছে শিশুরা। এতে শিশুরা বেশ খুশি হয়। আমরানিজেরা অনেকে ঈদ উপলক্ষে পরিবারের সবার জন্য কেনাকাটা নিয়ে ব্যস্ততা মধ্যে থাকি কিন্তুপথচারীদের বিষয় কিন্তু অনেকের মনে থাকেনা, তাই আমাদের আখাউড়া প্রেসক্লাবের পক্ষ থেকেচেষ্টা করে আসছি প্রতিবছর ঈদ উপলক্ষ পথচারী শিশুদের জন্য কিছু পোশাক কিনে দিতে,আমরাপ্রতিবছরই অব্যাহত থাকবো।