কখনওরিয়াল সোসিয়েদাদ ফাইনালের পথে এগিয়ে যায় তো কখনও রিয়াল মাদ্রিদ। অবশেষে ৮ গোলেরশ্বাসরুদ্ধকর লড়াই জিতে কোপা দেল রের ফাইনালের মঞ্চে জায়গা করে নিল কার্লো আনচেলত্তিরশিষ্যরা। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের ফিরতি লেগ ৪-৪ গোলেড্র হয়। তবে প্রথম লেগের ১-০ গোলে জয়ের সুবাদে শেষ হাসি হাসল রিয়াল।
এম্যাচে রিয়াল মাদ্রিদের চার গোলদাতা হলেন এন্দ্রিক, জুড বেলিংহ্যাম, অঁহেলিয়া চুয়ামেনিও আন্টোনিও রুডিগার। আর সোসিয়েদাদের হয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল, একবারজালে বল পাঠান আন্দের বারেনেচিয়া। ১৬তম মিনিটে দুর্দান্ত এক প্রতি-আক্রমণে লক্ষ্যেপ্রথম শট নিয়েই রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে দেয় সফরকারীরা। পাবলো মারিনের হেড পাসধরে ক্ষিপ্রতায় সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ধরে ওয়ান-অন-ওয়ানে আন্দ্রি লুনিনকে পরাস্তকরেন বারেনেচিয়া।
৩০তমমিনিটে সমতায় ফেরে রিয়াল। ভিনিসিউসের দারুণ থ্রু পাস ধরে সব ডিফেন্ডারকে পেছনে রেখেডি-বক্সে ঢুকে, দারুণ চিপ শটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তরুণফরোয়ার্ড এন্দ্রিক। বিরতির পর এন্দ্রিককে তুলে কিলিয়ান এমবাপ্পেকে নামান রেয়াল কোচ।দলের সর্বোচ্চ গোলদাতাকে পেয়ে তাদের আক্রমণের ধার বাড়বে কী, উল্টো ছয় মিনিটের মধ্যেআত্মঘাতী হয়ে পড়ে তারা। ডি-বক্সে বল পেয়ে দ্রুত কামাভিঙ্গাকে পাশ কাটিয়ে দুরূহকোণ থেকে গোলমুখে বল বাড়ানোর চেষ্টা করেন স্প্যানিশ মিডফিল্ডার মারিন, ঠেকাতে বলেরপথে পা দেওয়ার চেষ্টা করেন ডাভিড আলাবা, তাতেই ঘটে যায় অঘটন। তার পায়ে লেগে লুনিনকেফাঁকি দিয়ে বল চলে যায় জালে।
৮০তমমিনিটে আবার দুর্ভাগ্য ঘিরে ধরে আলাবাকে। মিকেল ওইয়ারসাবালের শট লক্ষ্যেই ছিল, সামনেঅস্ট্রিয়ান ডিফেন্ডারের পায়ে লেগে বল দূরের পোস্ট ছুঁয়ে জালে জড়ায়। ফাইনালের সুবাসওপেতে শুরু করে তারা। কিন্তু আরও একবার শেষ দিকে অবিশ্বাস্য দৃঢ়তায় ঘুরে দাঁড়ায়রিয়াল মাদ্রিদ। চার মিনিটের মধ্যে গোল দুটি করেন বেলিংহ্যাম ও চুয়ামেনি। ৮২তম মিনিটেবাঁ দিক থেকে ভিনিসিউসের পাস বক্সে পেয়ে নিখুঁত শটে ব্যবধান কমান বেলিংহ্যাম।
তিনমিনিট পর সমতাসূচক গোলটি করতে পারতেন ভিনিসিউস। কিন্তু অবিশ্বাস্যভাবে গোলরক্ষককে কাটিয়েতার গায়েই মেরে বসেন তিনি! কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন এক ডিফেন্ডার। রদ্রিগোরওই কর্নার থেকেই হেডে স্কোরলাইন ৩-৩ করেন অহেলিয়া চুয়ামেনি।
গোলটিপেয়ে উল্লাসে ফেটে পড়ে স্বাগতিকরা। তবে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নাটকীয়তা তখনও যেঢের বাকি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাছ থেকে দারুণ হেডে বল জালে জড়িয়ে ম্যাচঅতিরিক্ত সময়ে টেনে নেন ওইয়ারসাবাল। অতিরিক্ত সময়ের খেলা শুরু হতেই আবার রেয়ালমাদ্রিদের আক্রমণ এবং ভিনিসিউসের লক্ষ্যভ্রষ্ট শট। খানিক পর লক্ষ্যভ্রষ্ট শটে হতাশাবাড়ান এমবাপে।
অবশেষে ১১৫ মিনিটে গিয়েদুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে ব্যবধান গড়ে দেয় রেয়াল। আর্দা গিলেরের কর্নারে হেডেঠিকানা খুঁজে নেন রুডিগার।
ফাইনালে রিয়াল মাদ্রিদলড়বে বার্সেলোনা অথবা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। এই দুই দলের সেমিফাইনালের প্রথমলেগ ৪-৪ গোলে ড্র হয়েছিল, ফিরতি লেগে বুধবার মাঠে নামবে তারা।