মেগাস্টারশাকিব খানের ঈদের আলোচিত সিনেমা ‘বরবাদ’। মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। ঈদেরদিন মুক্তির পর দর্শকদের বেশ প্রশংসা পাচ্ছে এটি। তবে মুক্তির প্রথম দিনেই পাইরেসিরকবলে পড়েছে ‘বরবাদ’। সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজকশাহরিন আক্তার সুমি গণমাধ্যমকে জানিয়েছেন বিষয়টি। এ ঘটনাকে কেন্দ্র করে তারা গুলশানথানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পরেসাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রযোজক-পরিচালক দুজনেই। সিনেমাটির প্রযোজক স্বার্থহীনআক্তার শশুমই বলেন, ‘আমারা সিনেমাটির পাইরেসি বন্ধ করতে মুক্তির আগেইএকটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছিলাম। তারা সোশ্যাল মিডিয়ায় পাইরেসি বন্ধ করতে কাজকরে। এ কারণে বরবাদের যেসব ফুটেজ সোশ্যাল মিডিয়াতে এসেছে সেগুলো সক্রিয়ভাবেই নেমেযাচ্ছে। কিন্তু যারা সিনেমা হল থেকে ফোন বা ক্যামেরা দিয়ে কপি করছেন সেসব ফুটেজ ডিলিটকরতে আমাদের একটা আইনি ব্যবস্থা নেওয়ার জরুরি ছিল। এ জন্য আমরা একটা পোস্ট করেছি সোশালমিডিয়াতে।’
এবিষয়ে সুমি আরও বলেন, ‘সকালে টেলিগ্রাম গ্রুপে আমাদের সিনেমা দেখার পর আমরাথানায় আসি। এভাবে করলে তো সিনেমা করা যাবে না। এটা তো হল মালিকদের ব্যবসার ক্ষতি আরসেই সঙ্গে আমাদের জন্যও বিষয়টা ক্ষতিকর।’
পরিচালকমেহেদি হাসান হৃদয় বলেন, ‘একজন প্রযোজক এতো টাকা বিনিয়োগ করে সিনেমা করেনআর পাইরেসি করায় সব শেষ হয়ে যায়। এভাবে তো চলতে পারে না। সিনেমা হল মালিকদের বলতেচাই- আপনারা একটু দেখবেন সিনেমা পাইরেসি হয় কিনা। শো চলার সময় কেউ যেন ফোন দিয়েকপি না করে সে দিকে নজর দেন। যারা পাইরেসি করছেন তাদের দ্রুত সময়ের ব্যবধানে গ্রেপ্তারকরা হবে, এটা আমাদের বলা হয়েছে।’উল্লেখ্য, দেশের প্রেক্ষাগৃহে প্রতিবছর দুই ঈদে একসঙ্গে একাধিক সিনেমা মুক্তির হিড়িক পড়ে যায়। বছরের অন্য সময়ের তুলনায়ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনাও বেড়ে যায়। এবারের ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা।যার মধ্যে অন্যতম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’।
অ্যাকশনপ্রেমীদেরজন্য এটি বেশ বড় বাজেটের সিনেমা। রিভেঞ্জ থ্রিলার ঘরানার সিনেমাটির প্রধান আকর্ষণশাকিব খান, যিনি বরাবরই ঈদের সিনেমায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তার বিপরীতেআছেন কলকাতার ঈধিকা পাল। আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামানসেলিম ও ফজলুর রহমান বাবু।