আশীষসাহা , আখাউড়া থেকে :
ব্রাহ্মণবাড়িয়ায়কুমিল্লা-সিলেট মহাসড়কে সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে যাওয়ারপর ট্রাকে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এবং ট্রাকটিতে আগুন লেগে যায়।বুধবার (০৪ জুন) আনুমানিক ভোর ৪টায় বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধানকার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রাজানান, আশুগঞ্জ-আখাউড়া চার লেন সড়কের নির্মাণ কাজের জন্য বিরাসার এলাকার সড়কটিবেহাল অবস্থায় রয়েছে। সকালে সিলিন্ডারবাহী ট্রাকটি খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়েসড়কের পাশে উল্টে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণে পুরো ট্রাকটিতে আগুন লেগে যায়।এতে আশেপাশের ৩-৪ টি দোকান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দেকয়েকটি বিল্ডিংয়ের জানালার গ্লাস ফেটে যায়।
এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ারসার্ভিসের ২ ইউনিট প্রায় ২ থেকে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়মহাসড়কের ২ পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়াফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুনধরে যায়। এতে সিলিন্ডার গ্যাসের বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলেএসে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতেকারও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়াসদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, সিলিন্ডারবাহীএকটি ট্রাক খাদে পড়ে যাওয়ার পর ট্রাকে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেএবং ট্রাকটিতে আগুন লেগে যাওয়ার পর বিকট শব্দ কারনে এলাকায় লোকজন আতঙ্কিত হয়েপড়েন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।