রবিবার , ০৭ ডিসেম্বর ২০২৫

কর ফাঁকি দেওয়ার কারণে বেশ কয়েকজন তারকা শিল্পীদের ব্যাংক হিসাব জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই তালিকায় আছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর। মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে- এই মর্মে একটি নোটিশও প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তারকাদের ঠিকানায় চিঠিও প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তবে কালের কণ্ঠকে কয়েকজন তারকা জানিয়েছেন, এমন কোনো খবর তারা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাননি। তাদের হিসেব চলমান রয়েছে। তারা টাকাও তুলতে পারছেন। 

একজন অভিনয়শিল্পী বলেন, আসলে চোর না হয়েই ভুল করেছি। এই দেশে চোর হওয়াই উচিৎ ছিল। আমি নিয়মিত আয়কর দেই, এখন সংবাদমাধ্যমে দেখছি আমি নাকি আয়কর দেই নাই। আমার ব্যাংক হিসাব জব্দ। এদিকে এনবিআর ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।’ 

কর অঞ্চল-১২’র সহকারী কর কমিশনার জনাব কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকায় উপরোল্লেখিত নাম ছাড়াও রয়েছেন অভিনেতা আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশাও।

 বিনোদন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ