রবিবার , ০৭ ডিসেম্বর ২০২৫

অক্টোবর মাসে ২৯ দিনে প্রবাসী আয় ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার

অক্টোবর মাসে ২৯ দিনে প্রবাসী আয় ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার

মোঃ আল-আমীন চৌধুরী,   শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫

অক্টোবরমাসের প্রথম ২৯ দিনে প্রবাসীবাংলাদেশিরা ২৪৩ কোটি ২০ লাখ মার্কিনডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয়পাঠিয়েছেন দেশে। গত বছর একইসময়ে এসেছিল ২২০ কোটি ৮০ লাখ ডলারেরপ্রবাসী আয়; অর্থাৎ আগের বছরের তুলনায় বছরের অক্টোবরে২৯ দিন প্রবাসী আয় বেড়েছে প্রায়১০ শতাংশ।

 

গতকালবৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী সাংবাদিকদের তথ্য জানিয়েছেন।

 

বাংলাদেশব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর একদিনেই দেশে এসেছে কোটি ৩০লাখ ডলারের রেমিট্যান্স। চলতি ২০২৫২৬ অর্থবছরের প্রথমচার মাস জুলাই-অক্টোবরে দেশে মোট রেমিট্যান্স এসেছে হাজার কোটি ৮০ লাখ ডলার,যা গত বছরের একইসময়ের তুলনায় ১৪ দশমিক ৫০শতাংশ বেশি।

 

গতসেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার,আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলারেররেমিট্যান্স এসেছিল।

 

সর্বশেষ২০২৪-২৫ অর্থবছরে দেশে৩০ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছিল, যাএর আগের ২০২৩-২৪ অর্থবছরের তুলনায়প্রায় সাড়ে বিলিয়ন বা২৭ শতাংশ বেশি। এ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা দেশের টাকার মান স্থিতিশীল রাখা আমদানি ব্যয়মেটানোয় সহায়তা করাসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

বাংলাদেশীপ্রবাসী আয়ের প্রবাহ ভালো থাকায় বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে আবার ৩২ বিলিয়ন বা হাজার ২০০ কোটি ডলার অতিক্রম করেছে।

Description: Signature-AmitDescription: Signature-AmitDescription: Signature-Amit


 অর্থ-বাণিজ্য থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ