রবিবার , ০৭ ডিসেম্বর ২০২৫

আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন দিলো পৌরসভা

আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন দিলো পৌরসভা

ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি   শনিবার , ০১ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন থেকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া যাবে। পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ টি ভ্যাকসিন দেওয়া হয়। 

 আজ ০১ নভেম্বর শনিবার সকাল সারে ১০টার দিকে আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অতীশ দর্শী চাকমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা:মো: হিমেল খান এর হাতে ভ্যাকসিন তুলে দেন। 

আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)ডা, হিমেল খান দৈনিক দেশকাল প্রতিনিধিকে বলেন, আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অতীশ দর্শী চাকমা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ৫০টি জলাতঙ্কের ভ্যাকসিন আমাদের কাছে পৌঁছে দেয়। তাছাড়া তিনি আরও বলেন, উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালগুলোতে জলাতঙ্ক 
ভ্যাকসিন সাপ্লাই নেই,জেলায় সদর হাসপাতাল থেকে নিতে হতো জলাতঙ্ক ভ্যাকসিন।তবে আমরা এখন আমাদের হাসপাতালে এই জলাতঙ্কের ভ্যাকসিন গুলো দিয়ে বেশ কয়েকজন রোগীকে চিকিৎসা প্রদান করিতে পারবো। 

 সারাবাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ