রবিবার , ০৭ ডিসেম্বর ২০২৫

জমির নিয়ে বিরোধে সংকটে আলাউদ্দিন খাঁর সংগীতাঙ্গন

নিজস্ব সংবাদদাতা:   সোমবার , ১০ নভেম্বর ২০২৫

বহু বছর ধরেই তো আলাউদ্দিন সংগীতাঙ্গন পরিচালিত হচ্ছে এত বছর পর এসে জমির মালিকানা দাবি করা হচ্ছে!

 কারা এই মালিকানাদাবি করছেনপঞ্চাশের দশকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেল চরোডে একটি বাড়ি কিনেছিলেন সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁতার ইচ্ছা ছিল এইবাড়িতে একটি সংগীত কলেজ প্রতিষ্ঠা করবেন। ১৯৫৬ সালে সেখানে প্রতিষ্ঠা পায় ‘দি আলাউদ্দিন সংগীতাঙ্গন’ পাঁচ বছর আগে সেই সংগীতাঙ্গনের জমির মালিকানা দাবি করে আদালতের দ্বারস্থ হন চারজন 

তাদের মধ্যে হাবিব খাঁ নামে একজন বলেছেনতিনি আলাউদ্দিন খাঁর বড়মেয়ে সরোজা বেগমের নাতিবাকি তিনজনও সরোজা বেগমেরউত্তরসূরী হিসেবে বংশ পরম্পরায়  জমির মালিক বলে তার দাবি। 

হাবিব খাঁ বলছেনবাড়িটি আলাউদ্দিন খাঁ তার বড় মেয়ে সরোজাবেগমকে ‘দিয়েছিলেন  সরোজা বেগম পরে বাড়িটি নাতিদের দেন তাদের কাছে ‘দলিল আছে

 সারাবাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ