শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

বন্যার ক্ষতি পোষাতে কৃষকদের প্রণোদনা সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এবারের বন্যায় কৃষির তেমন ক্ষতি হয়নি। আমাদের মূল ফসলগুলো বন্যার আগেই ঘরে উঠেছে। এরপরও কৃষির যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কৃষকদের প্রণোদনা সহায়তা দেয়া হবে।’

মন্ত্রী আরও বলেন, বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন করার জন্য কৃষকদের বিনামূল্যে সার, বীজ প্রদান করা হবে। কৃষি প্রণোদনার জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আশা করা যায়, কৃষি পুনর্বাসনে কোনো সমস্যা হবে না। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চল বাঁচামারা, শিবালয় উপজেলার অন্বয়পুর ও হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ কমিটির পক্ষ থেকে বন্যা কবলিতদের ত্রাণ সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বন্যা দুর্গতদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে। বন্যার সময় যেমন খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে, তেমনি বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘর নির্মাণে আর্থিক সহায়তা করা হবে।

 ই-কমার্স ও উদ্যোক্তা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ